অবতক খবর,১৫ ফেব্রুয়ারী : জমি বিবাদে ছুরির আঘাতে হাসপাতালে ভর্তি একাধিক। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের বড় বিল্লা এলাকায় এক বিঘা জমি নিয়ে মোহাম্মদ সেলিম ও শামসুল মধ্যে দীর্ঘদিন থেকে আইনি লড়াই চলছিল আদালতে ।
তার মাঝে আজ হঠাৎ শামসুল আর ইসলাম দলবল নিয়ে জমি দখল করতে গেলে সেলিম বাধা দেয়। তখনই সেলিম সহ একাধিক ক্ষতবিক্ষত হয় বলে অভিযোগ। এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হসপিটাল ভর্তি রয়েছে মোহাম্মদ সেলিম।