অবতক খবর,১৫ এপ্রিল: অনুব্রত মণ্ডলের জল বাতাসা তথ্য এবার সোদপুর সাব ট্রাফিক গার্ডে। গরমের তীব্র দাবদাহে পথচলতি মানুষের প্রাণ ওষ্ঠাগত, সেসময় ক্লান্ত পথচারীদের সুবিধার্থে জল বাতাসা খাওয়ানোর ব্যবস্থা করলেন সোদপুর সাব ট্রাফিক গার্ডের ট্রাফিক পুলিশ কর্মীরা। সোদপুর সাব ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় জলছত্র শুভ উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ ভার্মা। সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে, ট্রাফিক ইনস্পেক্টর দেবব্রত দুবে, সোদপুর সাব ট্রাফিক গার্ডের ওসি হীতু লাল সরকার প্রমূখ।
পথ চলতি ক্লান্ত মানুষের হাতের জলবাতাসে তুলে দিলেন নগরপাল মনোজ কুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
গরমের তীব্রতা না কমা পর্যন্ত ট্রাফিক পুলিশ কর্মীরা ক্লান্ত পথচারীদের জল বাতাসা আর কাজ চালিয়ে যাবে জানালেন সোদপুর সাব ট্রাফিক গার্ডের ওসি হীতু লাল সরকার।