অবতক খবর,১২ মার্চ: গ্রামের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা সংস্কারের বিষয় একাধিকবার অভিযোগ জানালেও হয়নি কোনো সুরাহা হয়নি, জানা গেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি সংলগ্ন এলাকায় চারটি গ্রামের মধ্য দিয়ে পানবাড়ি থেকে সাতভেন্ডি ঘেগাডাবড়ি,চেংমারি মা ভান্ডানী হয়ে মৌলানি যাওয়ার রাস্তা, যেই রাস্তাটি পাকা থাকলেও বহুদিন যাবত বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ,প্রায় ২০ বছরের বেশি বেহাল হয়ে রয়েছে রাস্তাটি, বারবার ওই এলাকার মানুষ গ্রাম পঞ্চায়েতের প্রধান কে জানিযেও কোন সুরাহা হয়নি বলেই অভিযোগ। আরো অভিযোগ ভোট আসলেই জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়ে যায় রাস্তা সংস্কারের, তারপরে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি কেনো এই প্রশ্ন এবার ঘুরপাক খাচ্ছে এখন ।
এবার রাস্তা মেরামত না হলে ২৬ এর আগে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানিয়েছেন এলাকাবাসী। রামসাই গ্রাম পঞ্চায়েতের চারটি গ্রাম, সাতভেন্ডি, ঝাড়বড়গিলা, কাজল দীঘি, চেংমারীর মানুষের একমাত্র ভরসা ওই রাস্তাটি, গ্রাম বলেই কি অবহেলিত । চারটি গ্রামের ৫০ হাজার এর বেশি বাসিন্দার রয়েছে । এই রাস্তা দিয়ে নিয়মিত কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।
স্কুলের ছাত্রছাত্রীরা প্রত্যেকদিন সাইকেলে করে স্কুলে যায়, যখন তখন ঘটে দুর্ঘটনা।এর আগেও এই রাস্তায় একাধিক বার দুর্ঘটনা ঘটেছে, এবং এই রাস্তাটি দিয়ে চারটি গ্রামের ছাত্রছাত্রীরা, পানবাড়ি ভবানী হাই স্কুল, ও চেংমারী হরেন্দ্রনাথ হাই স্কুল যাওয়া আসা করে। এরপর ২০১৫ সালে লিখিত আকারে বিডিও কে জানিয়েও কোনো সুরোহা হয়নি, এই বিষয়ে এই এলাকার বাসিন্দা সঞ্জয় রায় নামে বলেন, এই রাস্তা সংস্কারের জন্য, প্রধান,পঞ্চায়েত, বিডিও, জিলা পরিষদের মেম্বার এবং দিদিকে বলো, এক ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কল করেছি এর আগে বহু আন্দোলন এবং ২০২৩ সালে চেংমারী হরেন্দ্র নাথ হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা আন্দোলনে সামিল হয় তাতেও কোনো সুরাহা হয়নি, আমরা ছোটবেলা থেকেই এই রাস্তা দেখে এসেছি বেহাল অবস্থা পড়ে রয়েছে।
হবে হবে শুনতেছি কিন্তু এখনো হয়নি, স্থানীয় গ্রামবাসীদের দাবি অবিলম্বে দ্রুত রাস্তার কাজ সংস্কার করা হোক। দ্রুত যদি সংস্কার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবো। তবে খবর সম্প্রচারিত করার পর কত দিনের নড়ে চড়ে বসে প্রশাসন সেটাই এখন দেখার বিষয়।