অবতক খবর,২২ নভেম্বর,জলপাইগুড়ি: লটারির দোকানে বসে থাকা অবস্থায় তৃণমূল নেতার মাথায় গুলি করে পালালো দুষ্কৃতী। রবিবার সন্ধ্যায় লটারির দোকানে বসে থাকা অবস্থায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর এই ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় রাজগঞ্জ ব্লকের ভুটকির হাট এলাকায়। তৃণমূল নেতা সলেমন মহম্মদের মাথায় লেগে পাশে থাকা লটারি বিক্রেতা তপন প্রসাদের ঘাড়ে গিয়ে লাগে গুলিটি। গুলিবিদ্ধ হয়ে জখম দুই জনকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সলেমান মহম্মদ ওই লটারির দোকানে বসে ছিলেন। আচমকাই একটি বাইক নিয়ে দুই দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
কেউ কিছু বুঝতে পারার আগেই মোটর বাইক স্টার্ট থাকায় দ্রুত গতিতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিছু বুঝতে না পেরে কয়েকজন পালাতে থাকা মোটর বাইকের পেছনে ধাওয়া করলেও কোন লাভ হয়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। লটারি বিক্রেতা তপন প্রসাদ বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। নার্সিংহোম সূত্রে খবর তৃণমূলের ওই নেতা সলেমান মহম্মদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর খবর পাওয়া মাত্র রাজগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।
রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার বলেন, গোটা ঘটনার তদন্ত চলছে।
জানা গিয়েছে সলেমান মহম্মদ দুইবার প্রার্থী ছিলেন দলের। এবং বুথ সভাপতি তিনি তৃণমূলের।
আজ ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি কমিশনারেট পুলিশ কমিশনার গৌরব শর্মা। তিনি স্থানীয়দের সঙ্গে কথাও বলেন। এখনই কিছু বলতে নারাজ তিনি। গোটা ঘটনার তদন্ত করে দেখছেন।
অন্যদিকে কান্নার রোল পড়েছে রাজগঞ্জের ভুটকিরহাটের বলরাম এলাকার সলেমানের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়-স্বজনরা।