অবতক খবর , জলপাইগুড়ি :       জলপাইগুড়িতে তিন দিনে তিনজনের মৃত্যু। তবে এই ঘটনার জন্য তার পরিবারের লোকদের দায়ী করেছেন ডাক্তার সুশান্ত রায়।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের সোমবার, মঙ্গবার,বুধবার এই তিন দিনে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। যদিও এই তিনজনের মৃত্যুর জন্য তাদের পরিবারের সদস্যদের দায়ী করেছেন উত্তরবঙ্গের ওএসডি ডঃ সুশান্ত রায়।

ডঃ সুশান্ত রায় বলেন, যাদের মৃত্যু হয়েছে তাদের হাইসুগার ছিল। সুগার নিয়ন্ত্রণের জন্য চিকিৎসকে দেখিয়ে সুগার নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল।তাহলে মৃত্যু হত না। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা চিকিৎসার জন্য সময় পায়নি বলে জানিয়েছেন তিনি।