লক ডাউন চলছে। করোনায় আক্রান্ত জনকবি স্বাধীন ভারতবর্ষে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দীর্ঘতম জেল খাটছেন। তাকে প্রসঙ্গ করে আমার মেয়ে টুকুন আমাকে নয়া বাংলা ব্যাকরণ শেখাচ্ছে। পাঠকও শিখতে চাইলে শিখতে পারেন।
জলভাত
তমাল সাহা
টুকুন বলে, বাবা! জলভাত মানে কি?
হঠাৎ আবার জলভাত নিয়ে পড়লি কেন?
জলভাত হলো জল ও ভাত — দ্বন্দ্বসমাস।
বা জল মিশ্রিত ভাত — মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
টুকুন বলে, ব্যাস হয়ে গেলো! ব্যাকরণ নিয়ে এলে! জটিল করে দিলে! সহজ বিষয়কে সহজ করে ধরতে জানো না। জল ও ভাত দুটোই সহজ শব্দ। মানুষ দেখেছে ও জানে।
আমি বলি, তবে কি?
টুকুন বলে, স্বাধীনতা পূর্ব ও স্বাধীনোত্তর একজন দীর্ঘ জেলখাটা কবির নাম করতে পারো?
আমি বলি, জলভাতের সঙ্গে জেলখাটা কবির সম্পর্ক কি?
টুকুন বলে, কি যে বলছো আজকাল!
তুমি ভারভারা রাও-এর নাম শুনেছো কি?
আমি বলি, শুনবো না কেন? উনি অশীতিপর মানুষ। জনকবি বলে স্বীকৃত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। করোনা আক্রান্ত। জেলখানাই তার দ্বিতীয় বাড়ি।
টুকুন বলে, এইবার পথে এলে। তার মানে ভারতবর্ষে এই একজন মাত্র কবি যিনি দীর্ঘতম জেল খাটছেন। তার মানে জেলের ঘানি টানছেন,যার কাছে জেলের ভাত খাওয়া জলভাত হয়ে গিয়েছে। মানে সহজ সরল হয়ে গিয়েছে।
টুকুন বলে, তাহলে শুধু বাংলা ব্যাকরণ শিখলেই হবে, জীবনের লড়াইয়ের সঙ্গে একজন কবির জীবন যে কিভাবে সহজে ব্যাকরণ হয়ে যায়, তার প্রকৃষ্ট উদাহরণ এই কবি।
আমি বলি, ঠিকই তো! আমি তো একদম খেয়াল করিনি। সরি, টুকুন সরি।
চল তাকে স্যালুট করি।q