অবতক খবর:: অনুপ কুমার মন্ডল-নদীয়া:: কিছুদিন যাবৎ সর্বত্রই নদীয়ার বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যেসব জলাশয়ে মাছ চাষ করা হয়, মৎস্যজীবীরা ওইসব জলাশয়ের জাল বিছিয়ে দিচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে বিভিন্ন জলাশয় এর পাখিরা যেমন মাছরাঙ্গা ,বক, পানকৌড়ি, প্রভৃতি পাখিরা খাদ্য সংগ্রহ করতে এসে ওই জলাশয় এর জালে জড়িয়ে যাচ্ছে ।
এর ফলে পাখিরা মারা যাচ্ছে ক্রমশই। প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে পাখিরা। এর প্রতিবাদ করতে গেলে মৎস্যজীবীদের বক্তব্য পাখিদের হাত থেকে অর্থকারী মাছ বাঁচাতেই কিছু মাছ চাষিরা এই কৌশল ব্যবহার করছে । তবে বলাবাহুল্য এই কৌশলের ফলে শেষ হতে বসেছে পানকৌরি, মাছরাঙ্গা, বগ আরো অনেক প্রজাতির পাখিরা । তবে আমাদের চোখে এটাও পড়েছে সব মাছচাষিরা এই কাজটি করছে না।
কেউ কেউ করে অথচ দেখা যায় জলচর পাখিরা শুধু খাদ্য সংগ্রহের জন্যই মাছ ধরে না ,সমগ্র জলাশয়ে মেরেকেটে 5% মাছ তারা খায় সুতরাং বেশি ক্ষতিকর তাতে হবার সম্ভাবনা হয় না বললেই চলে । তাই পরিবেশ রক্ষার তাগিদে এই ক্ষতিকর কৌশল বন্ধ করার কথা ভাববার সময় এসেছে। তাই অবতক খবর খবরের আবেদন ভাবতে হবে মৎস্যজীবীদের এবং সরকারের যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় , বিলুপ্ত হয়ে না যায় এই মাছরাঙ্গা ,বক ,পানকৌড়ি মত প্রাণীরা।