অবতক খবর : উৎপল রায় : জলপাইগুড়ি :     উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ ও দেবী চৌধুরানী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

এদিন জলপাইগুড়ির রায়গঞ্জের দেবী চৌধুরানী মন্দিরে পুজো দিয়ে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দেয়। রায়গঞ্জের দেবী চৌধুরানী মন্দিরে পুজো দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ির বিজেপি সংসদ ডঃ জয়ন্ত কুমার রায়, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুপেন রায় সহ এলাকার বিজেপি নেতৃত্বরা।

এদিন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি রাজগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সুপেন রায়কে নিয়ে বেলাকোবা বাজারে ভোট প্রচার করেন। এর পরেই ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে এসে পুজো দেয়। পুজোর সময় তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলার বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক রায় সহ এলাকার বিজেপির নেতৃত্ব।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, ময়নাগুড়ির জল্পেশ মন্দির ও শিকারপুরের দেবীচৌধুরানী মন্দির একটি পূণ্যভূমি। দেবী চৌধুরানী মন্দিরে যে পরিবার বংশ পরম্পরায় পুজো দিয়ে আসছেন তাঁরা সন্মান পাওয়ার যোগ্য। এছাড়াও দেবী চৌধুরানী মন্দিরটিও পূণ্যভুমি হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত। তাই নির্বাচনের পরে জল্পেশ ও দেবী চৌধুরানী মন্দির যোগ্য মান রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।