অবতক খবর,১৭ ফেব্রুয়ারী : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে দলীয় মুখপত্র জাগো বাংলার নাম ব্যবহার করে লটারির কুপন বিক্রির ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ডায়মন্ড হারবারের একটি জেরক্স দোকানের মালিককে আটক করলো কুলপি থানার পুলিশ।
নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার নোদাখালির চকমানিক এলাকার বাসিন্দা চন্দন দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে ডায়মন্ড হারবারের ওই জেরক্স দোকান থেকে ভুয়ো লটারির কুপনগুলো ছাপানো হয়েছিল। ধৃত চন্দন দাস এলাকায় জাগো বাংলার সেলসম্যান হিসেবে পরিচিত। গত ১৩ তারিখ চন্দনের কাছ থেকে চারটি লটারির কুপন কিনেছিলেন তুফান হালদার।
পুলিশ কর্মী তুফান ফলতা এলাকার বাসিন্দা। তিনি ১২ হাজার ৭০০ টাকার বিনিময়ে কুপনগুলো চন্দনের থেকে কিনেছিলেন। তুফান কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের সিকিউরিটি গার্ড। তাই বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে যোগরঞ্জন হালদার দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে জানতে পারেন গোটা বিষয়টি ভুয়ো।
এরপরই তুফান হালদার কুলপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রাতেই চন্দন দাসকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহাকুম আদালতে তোলা হয়। পাশাপাশি জেরক্স দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না সে দিকটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসায় সরব হয়েছে বিজেপি।