অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া : আজ হাওড়া ময়দানের শরৎ সদনে রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায় তথা হাওড়া তৃণমূলের চেয়ারম্যান। অনুষ্ঠান শেষে জাতীয় সংগীত চলার সময় আজ তাকে মোবাইলে কথা বলতে দেখা যায়। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাওড়া পৌর নিগমের কমিশনার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এরপর অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
মঞ্চে উপস্থিত সকলেই যখন দাঁড়িয়ে গাইছিলেন জাতীয় সংগীত ঠিক সেই সময় একটি ফোন আসে মন্ত্রীর মোবাইলে। তিনি তার মাঝেই পকেট থেকে ফোন বার করে সেটি রিসিভ করে কথা বলেন। এ নিয়ে পরে অরূপ রায়কে প্রশ্ন করা হলে মন্ত্রীর বক্তব্য, তিনি ফোন ধরেছিলেন ঠিকই। কিন্তু ফোন যিনি করেছিলেন তাকে তিনি তখনই ফোন রেখে দেবার জন্য জানান। এমনকি তিনিও আর কথা বলেননি।
উল্লেখ্য, আজ হাওড়া ময়দানের শরৎ সদনে রাজ্য সরকারের সেতু আপের সূচনা হয়। এই আপ ব্যবহারের মাধ্যমেই করোনা নিয়ে প্রশাসনের বিশেষ পরিষেবা মিলবে। app এর ব্যবহারে পরামর্শ পাওয়া যাবে চিকিৎসকদের থেকেও।