অবতক খবর, ইসলামপুর: পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার ও দিল্লি ও অসমের ব্যাডমিন্টন খেলোয়াড়দের নিয়ে ইসলামপুরে তিন দিনব্যাপী শুরু হওয়া ডাবলস ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষ হলো রবিবার রাতে। সুজিত চৌধুরী মেমোরিয়াল চ্যাম্পিয়নস ও অনিমা পাল মেমোরিয়াল রানার্স আপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চূড়ান্ত পর্যায়ের জাতীয় স্তরের খেলাতে চ্যাম্পিয়ন হন বিহারের পাটনার আকাশদীপ সিংহ এবং তবরেজ আলম এর দল এবং রানার্স আপ হন অসমের উৎস চক্রবর্তী এবং সংগ্রাম রায়ের দল। তাদের হাতে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলের জন্য ছিল নগদ পঁচিশ হাজার টাকা এবং রানার্স আপ দলের জন্য ছিল নগদ পনেরো হাজার টাকার পুরস্কারও।

 

পাশাপাশি টুর্ণামেন্টে মহকুমা স্তরের খেলায় চ্যাম্পিয়ন হন আশিস ঠাকুর ও স্যামসন লেপচার টিম এবং রানার্স আপ হন পুলক কুন্ডু ও মহম্মদ সইফ। তাদেরকে এদিন রাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজক সংস্থার তরফে। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও কলকাতা সহ বিভিন্ন জেলার খেলোয়াড়রা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। আদর্শ সংঘের তরফে রাজ সাহানি জানান, তিন দিনব্যাপী এই টুর্ণামেন্টে কুড়িটির বেশি দল অংশ নেয়। দিল্লির পাশাপাশি বিহারের পাটনা,অসম এবং কিশান্গঞ্জ থেকেও খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিতে এসেছে ।টুর্নামেন্টের প্রথম দিন থেকেই অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষ আদর্শ সংঘের ইনডোরে খেলা দেখতে উপস্থিত হন। এর আগেও তারা এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। ব্যাডমিন্টন খেলার মাধ্যমেই দেশের বেশ কয়েকটি রাজ্যের মধ্যে সৌহার্দ্যর বার্তা পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টাকে রীতিমতন সাধুবাদ জানিয়েছেন ইসলামপুরের অন্যান্য ক্রীড়াপ্রেমীরা। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলা উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।