অবতক খবর,১৮ ফেব্রুয়ারী : জামতারার শাহারডালের কাছে বাংলার কুলটি থেকে আসা একটি বাস উল্টে যায়। এই বাসটি জামতারা থেকে ভক্তদের নিয়ে মহাকুম্ভে যাচ্ছিল। যখন বাসটি উল্টে গেল, তখন কেবল চালক এবং কন্ডাক্টরই ছিলেন; একজনও যাত্রী না থাকায় একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
দুর্ঘটনায় চালক আহত হন। গ্রামবাসীরা এ বিষয়ে স্থানীয় পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ হিসেবে বলা হচ্ছে, অতিরিক্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালানো চালকের।