রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: আগামীকাল বিকেল ৫ টার পর থেকে রাজ্যের সমস্ত কন্টাইন্টমেন্ট জোনে কড়া লকডাউন চালু করছে রাজ্য সরকার।
হাওড়া জেলা প্রশাসন সূত্রের খবর হাওড়ায় নির্ধারিত কন্টাইন্টমেন্ট জোনের সংখ্যা ৫৬ টি। এই ৫৬ জোনের মধ্যে ১৮ টি রয়েছে হাওড়া পুরসভা এলাকায়। বাকিগুলো গ্রামীন হাওড়ার বিভিন্ন ব্লকে। তার মধ্যে উল্লেখযোগ্য উলুবেরিয়া, শ্যামপুর, উদয়নারায়নপুর, আমতা ও জগৎবল্লভপুর।
প্রসঙ্গত গতমাসে রাজ্য সরকারের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছিল কন্টাইন্টমেন্ট জোনের সেখানে মোট জোনের সংখ্যা ছিল ১৪৬ টি। এখন কমে দাঁড়ালো ৫৬ টি তে। যদিও ইতিমধ্যে কোভিড সংক্রমনের মাত্রা বেড়েছে হাওড়া শহরের পাশাপাশি গ্রামীণ হাওড়াতে। গ্রামীন হাওড়ার আমতা ব্লকের নাপিত পাড়াতে গত চার দিন প্রায় ৫০ জনের অধিক আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।
এই মুহূর্তে স্বাস্থ্য দফতর সূত্রের খবর হাওড়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৯৮। যার মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এই মুহূর্তে হাওড়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৪।
প্রশাসন সূত্রের খবর বাইরের রাজ্য থেকে এই রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিক ফেরৎ আসার পর থেকে রাজ্যে সংক্রমনের হার বেড়েছে অন্যান্য জেলার মতো হাওড়াতেও। পাশাপাশি করোনা সংক্রমনের মাত্রা আগে যেমন হাওড়া শহর অঞ্চলে বেশি থাকলেও, সময়ের সাথে সাথে হাওড়া গ্রামীনে সেই হার বৃদ্ধি পাচ্ছে এখন। এখন এই নতুন করে কড়া লকডাউনের মাধ্যমে এই সংক্রমনের হার কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।