অবতক খবর,২৩ মার্চ,ইসলামপুর: বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের এর পক্ষ থেকে আজ শহরের বিভিন্ন এলাকায় পথসভা ও মিছিল করে সাধারণ মানুষকে সচেতন করা হয়। তার পাশাপাশি লিফলেট ও বিতরণ করেন তারা।
পথ চলতি সাধারণ মানুষ বলছেন কোনটা ভেজাল কোনটা ভালো ওষুধ আমরা চিনতে পারব না তাই দোকানদাররাই ভালো বলতে পারবেন কোনটা ভেজাল ওষুধ কোনটা ভালো ওষুধ তাই তারা যেন সঠিক ওষুধ বিক্রি করেন।

বেঙ্গলকেমিস্ট এন্ড ড্রাগিস্ট উত্তর দিনাজপুর জেলা সভাপতি শ্রী কৃষ্ণ দাস বলেন সঠিক জায়গা থেকে ওষুধ কিনুন ব্যাচ নাম্বার দেখে নিন সঙ্গে দোকানদারের কাছ থেকে ওষুধের বিল নিন। ভেজাল ওষুধ না কেনার পরামর্শ তিনি দেন।
পাশাপাশি তিনি এও বলেন যদি কোন ব্যবসায়ী ভেজাল ওষুধ বিক্রি করতে ধরা পড়ে তাদেরকে বিসিডিএ থেকে বহিষ্কার করা হবে।