অবতক খবর,১৭ সেপ্টেম্বর,রুপম রায়,শান্তিপুর,নদীয়া: গৃহস্থ বাড়ির জালের মধ্যে আটকে থাকা অবস্থায় উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক বিষধর কালাচ সাপ, এলাকায় চাঞ্চল্য।
জানা যায়, শনিবার সকাল নাগাদ শান্তিপুর গোবর চর এলাকার একটি গৃহস্থবাড়ির জালে আটকে রয়েছে একটি বিষধর কালাচ সাপ। দেখামাত্রই আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারে। বিষধর সাপটিকে দেখার জন্য ছুটে আসে এলাকার লোকজন। ধীরে ধীরে প্রচুর মানুষের জমায়েত শুরু হয়। পরিবারের পক্ষ থেকে ফোন করা হয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা এবং বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই জাল কেটে বিষধর কালাচ সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে।
এ বিষয়ে অনুপম সাহা জানান, সাপটি উদ্ধার করতে যথেষ্টই বেগ পেতে হয়েছে। এটি পূর্ণবয়স্ক বিষধর কালাচ সাপ। সাপটিকে উদ্ধার করা হলো এখন বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। স্বভাবতই জালের মধ্যে আটকে থাকা বিষধর কালাচ সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে যথেষ্টই আতঙ্ক সৃষ্টি হয়েছে পরিবারসহ গোটা এলাকায়।