অবতক খবর , দার্জিলিং, ২ সেপ্টেম্বর : এবার চাপে পরে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান অনিত থাপা। এই চিঠিতে জিটিএ-র অন্তর্গত মোট ৪১৩২ জন অস্থায়ী কর্মীকে স্থায়ীকরণের দাবী তোলা হয়েছে।
ঘিসিং-এর আমলে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের বিভিন্ন দপ্তরে, পাহাড় থেকে বেশ কয়েজ হাজার অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়। এরপর থেকে দফায় দফায় পাহাড়ের এই অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের জন্য একাধিকবার আন্দোলনে গিয়েছে অস্থায়ী কর্মচারী সংগঠন। এবারও স্থায়ীকরণের দাবীতে পেন ডাউন আন্দোলনের ঘোষণা করেছেন জিটিএ-র অন্তর্গত অস্থায়ী কর্মচারীরা। অস্থায়ী কর্মীদের আন্দোলনে না যাওয়ার আবেদন করেছেন অনিত থাপা। পাশাপাশি এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি সহানুভুতির সঙ্গে দেখে, সমস্যা সমাধানের জন্য চিঠি পাঠিয়েছেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেবেন বলে আশা প্রকাশ করেছেন অনিত থাপা।
প্রসঙ্গত, জিটিএ-র বিভিন্ন দপ্তর মিলিয়ে গ্রুপ-এ তে ৩১০ জিন, গ্রুপ-বি তে ৫২১ জন, গ্রুপ-সি তে ২৫২৬ জন এবং গ্রুপ-ডি তে ৭৭৫ জন অস্থায়ী কর্মী রয়েছেন। জিটিএ-র অস্থায়ী কর্মচারীদের আন্দোলন অনেকটাই যে চাপে ফেলে দিলো, গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবিরকে, তা বলার অপেক্ষা রাখে না।