অবতক খবর,২৮ জুন: গতকাল উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেসের শহর সভাপতি তাপস মজুমদার এবং উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেসের গ্রামীণ সভাপতি বিধায়ক জনাব কাজী আব্দুর রহিম-এর নির্দেশে উত্তর ২৪ পরগণা জেলা ছাত্র পরিষদ যে “খাদ্য ভান্ডার” এর প্রকল্প নিয়েছিল তারই চতুর্থ পর্যায়ে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সন্দেশখালির বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাধ্যমত কিছু শুকনো খাবার এবং জামা কাপড়তুলে দেওয়া হয়।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা ছাত্র পরিষদের সভাপতি পরীক্ষিত নাগ ও সাধারণ সম্পাদক রবি প্রসাদ কূর্মী,সম্পাদক ওবাইদুল ইসলাম বিশ্বাস,রিমা,জেলা কংগ্রেস নেতা বিশাল সরকার,কংগ্রেস নেতা বিকাশ ঘোষ,রমান পোদ্দার সহ প্রমুখ নেতৃত্ব,উত্তর ২৪ পরগণা জেলা ছাত্রপরিষদের সভাপতি পরীক্ষিত নাগ এলাকার মানুষের সাথে কথা বলে জানান যে, সরকার তাদের কোনো সুবিধা দেননি ও সরকারের যে অর্থ দেওয়ার কথা ছিল ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে তারা সেই সাহায্যও পাননি,তাই উনি তাদের আশ্বত করেন যে ছাত্রপরিষদ তাদের সাথে সবসময় আছে ও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাবে।