অবতক খবর,১৭ নভেম্বর: জেলা তৃণমূল সভাপতি সাক্ষর নকল করে ইসলামপুর পৌরসভার ১৭ টি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছোরিয়ে পরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে তৃণমূল অন্দরমহলে। এই ঘটনায় ইসলামপুর থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়লাল আগরওয়াল।

কানাইলাল আগরওয়াল জানিয়েছেন পার্থ মজুমদার নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের পেডে ১৭ টি ওয়ার্ডের কাউন্সিলরের নাম ঘোষণা করা হয়েছে এবং তার সাক্ষর নকল করে সেই পেড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। এই ঘটনায় নড়েচড়ে বসেছেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি জানিয়েছেন দলের কেউ এরকম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

অপরদিকে এই বিষয়ে বিজেপির জেলা সহসভাপতি সুরজিৎ সেন বলেন,জেলা তৃণমূল সভাপতি সাক্ষর নকল করে ইসলামপুর পুরসভার ১৭ টি ওয়ার্ডের প্রার্থীর নামের তালিকা সোসালমিডিয়ায় পোস্ট করা হয়েছে এটি হাস্যকর বিষয়।তৃণমূল দলটাই এমন তাদের দলে দুর্নিতী লোকে ভর্তি তাই এটা তাদের বিষয়।রাজ্যের মন্ত্রীদের সাক্ষর নকল করে চাকরির নাম করো লক্ষ লক্ষ টাকা নয় ছয় হচ্ছে। আর এটা তো প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে।