অবতক খবর , নদীয়া : বিগত দিন থেকে আজ পর্যন্ত করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয়া মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে আজ সকাল দশটা নাগাদ কৃষ্ণনগর পৌরসভার হলঘরে কৃষ্ণনগর লোকসভা অন্তর্গত চাপড়া বিধানসভা, কালিগঞ্জ বিধানসভা, নাকাশিপাড়া বিধানসভা , তেহট্ট বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম ও কংগ্রেস থেকে শতাধিক নেতা ও কর্মীরা আজ তৃণমূল কংগ্রেস দলের যোগদান করেন, উক্ত যোগদানকারী নেতৃত্ব ও কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন কৃষ্ণনগর লোকসভার সাংসদ ও নদীয়া জেলার সভানেত্রী মহুয়া মৈত্র।
উক্ত যোগদানকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও নদীয়া জেলার চেয়ারম্যান উজ্জ্বল বিশ্বাস, নাকাশিপাড়া বিধানসভা বিধায়ক কল্লোল খাঁ, তেহট্ট বিধানসভা বিধায়ক গৌরী শঙ্কর দত্ত, শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য ও তৃণমূল কংগ্রেসের উচ্চতর নেতৃত্ববৃন্দ… সরকারের নির্দেশ মতো সম্পূর্ণ পারস্পরিক দূরত্ব বজায় রেখে উক্ত অনুষ্ঠানে সম্পন্ন হয়।