অবতক খবর,২ আগস্টঃ জেলার নাম পরিবর্তন নিয়ে পথে নেমে প্রতিবাদ গোটা শান্তিপুরবাসীর।প্রতিবাদের সুরে সরব অধিকাংশ বিশিষ্টজনেরাও। শান্তিপুর আছে নদীয়াতে, এই দাবিতে প্রতিবাদ সভা। মঙ্গলবার সাত সকালে শান্তিপুরের রাজপথের ডাকঘর মোড়ে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে প্রতিবাদে সরব হতে দেখা গেল গোটা শান্তিপুরবাসীকে, এই সভায় অংশগ্রহণ করে শান্তিপুরের অধিকাংশ সামাজিক সংগঠনের সদস্যরা।
এছাড়াও শান্তিপুরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিশিষ্টজন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরাও এই প্রতিবাদে সরব হয়। যদিও সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনে দের একটাই দাবি, নদীয়ার নামকরণের সাথে অনেক ইতিহাস, যা সারা পৃথিবীর কাছে পরিচিত। আজ কি করে এই নদীয়ার নাম পরিবর্তন হতে পারে। শান্তিপুর আছে নদীয়াতেই, আমরা নদীয়া বাসি ছিলাম থাকবো।