অবতক খবর , সংবাদদাতা, বর্ধমান:- চলতি অক্টোবর মাসে পূর্ব বর্ধমান জেলায় ৫ লক্ষ ৫১ হাজার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীকে দেওয়া হবে মাস্ক।

আগামী ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চাল, ছোলা, আলু, সাবানের পাশাপাশি মাস্ক দেওয়ার কাজ। জেলা সর্বশিক্ষা প্রকল্পাধিকারিক মৌলি সান্যাল জানিয়েছেন, ইতিমধ্যেই করোনা প্রতিরোধক ৩ লেয়ার মাস্ক তাঁরা পেয়ে গেছেন। জেলার ৫ লক্ষ ৫১ হাজার ছাত্রছাত্রীকে দেওয়া হবে এই মাস্ক। তিনি জানিয়েছেন, এই মাস্ক তৈরী এবং সরবরাহ করছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা তন্তুজ।