অবতক খবর :: শিলিগুড়ি ::  জ্যোতিষীর কথা শুনে মানসিক অবসাদে ভুগছিলেন এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। শিলিগুড়ি মহকুমা পরিষদের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন শুভ নন্দী। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। শারীরিক অসুস্থতা ও চাকুরী ক্ষেত্রে সমস্যা নিয়ে জ্যোতিষী দ্বারস্থ হয়েছিলেন।

সূত্রের খবর জ্যোতিষীর বক্তব্যে মানসিক রোগে ভুগছিলেন তিনি। আজ সকালে আত্মঘাতী হন শুভ নন্দী। আশিঘর আউটপোস্ট এর পুলিশ দেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। তবে এখনো ওই জ্যোতিষীকে নিয়ে থানায় কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানা আশি ঘর আউটপোস্ট এর পুলিশ।