অবতক খবর,৫ আগস্ট,পূর্ব বর্ধমান:- টাকার লোভে প্যাসেঞ্জার তুললো সরকারি ১০২ অ্যাম্বুলেন্সের চালক। বর্ধমান জিটি রোড কার্জন গেটের কাছে ১০২ এম্বুলেন্সে থাকা যাত্রী দেখে ট্রাফিক পুলিশ আধিকারিক ওই অ্যাম্বুলেন্সকে আটক করে।
উলেখ্য ১০২ নং সরকারি অ্যাম্বুলেন্স করে কলকাতা মেডিকেল কলেজ থেকে এক রুগীকে বীরভূমের নলহাটি পাইক পাড়া ছেড়ে আসার সময় ১১জন যুবক বাস ধরার উদ্যেশে দাঁড়িয়ে ছিল। সেই সময় ওই অ্যাম্বুলেন্স চালক তাঁদের জিজ্ঞাসা করে কোথায় যাবে?ওই ১১জন যুবক বলে ডানকুনি যাবে। সেই মোতাবেক ২৫০ টাকা ভাড়া ধার্য্য হয়।
কার্যতঃ টাকার লোভে অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্সে চাপিয়ে গন্তব্য স্থলে পৌঁছতে যাবার সময় বর্ধমানের কার্জন গেটে পুলিশের হাতে ধরা পড়ে।
এদিন অ্যাম্বুলেন্স চালক সহ ১১জন যাত্রীকে আটক করেছে বর্ধমান পুলিশ।