অবতক খবর সংবাদদাতা :: বিজেপি নেতা রাহুল সিনহা মঙ্গলবার টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আপত্তিজনক ও নিন্দনীয় কথা ছুঁড়েছিলেন এবং এ কারণেই বুধবার নদিয়ার যুব টিএমসি নেতা সিনহার বিরুদ্ধে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বলে একটি পুলিশ সূত্র জানিয়েছে।

নভেল কোরোনা ভাইরাসের বর্তমান মহামারী পরিস্থিতির কারণে কলকাতায় বড় বড় মজলিসের জায়গায় ’21 জুলাই’-এর ,মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা হয়েছিল। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন লাইন ভাষণ শেষ হওয়ার পরে টিএমসি সুপ্রিমোকে লক্ষে করে বিজেপি রাজ্য স্তরের নেতা রাহুল সিনহা আপত্তিজনক কথা ছুঁড়ে দিয়েছেন বলে অভিযোগ। তাই নদিয়ার রানাঘাটের টিএমসি যুব নেতা হিমাদ্রি শেখর তালুকদার রানাঘাট থানায় সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি যুব টিএমসির পাইড়ডাঙ্গা জোনাল (আঁচলের ) সভাপতি।

তিনি বললেন, “মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক শেষ হওয়ার পরেই সিনহা আমাদের সুপারমো কাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিরুদ্ধে আপত্তিজনক কথা বলেছিলেন। এটি দেশের পাশাপাশি দেশ ও রাজ্যের স্ত্রীলোকদের অপমান । তিনি দাবি জানান যে রাহুল সিনহা কে হয় তার দল তাকে বরখাস্ত করা উচিত অথবা প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চাওয়া উচিত । ”

তবে রানাঘাট এমপি ,জগন্নাথ সরকার এই অভিযোগের দৃষ্টিভঙ্গির সাথে একমত নন। তিনি বলেছিলেন, “আমি রাহুল সিনহার বক্তব্য শুনেছি। তিনি এমন কিছু উচ্চারণ করেন নি যাতে কারও কাছে অপমানজনক হতে পারে। বিজেপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা টিএমসির কৌশল। বিজেপি কর্মী যদি কিছু ভাল করলেও টিএমসি কর্মীরা কোনো বাহানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করে থাকেন । অন্য্ দিকে টিএমসি কর্মী যদি অপরাধ করেও তবে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হয় না আর এটি তাদের সংস্কৃতি। “