অবতক খবর,১৮ জুনঃ ভাড়াটে ও বাড়িওয়ালা গন্ডগোলের জেরে আহত 4 মহিলা। টিটাগর পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের MD রোডে 1962 সাল থেকে চেম্বার চালাতেন ডাক্তার মোহাম্মদ আমীন। তার মৃত্যুর পর তার ছেলে ডাক্তার মোহাম্মদ ফৈয়াজ কায়সার 1987 সাল থেকেই বাবার চেম্বারে রোগী দেখেন।

বাড়িওয়ালার অভিযোগ গত চার বছর ধরে দোকান ঘরের ভাড়া দিচ্ছেন না ডাক্তারবাবু। ঘটনা পৌঁছায় আদালত পর্যন্ত তারপরে দু লক্ষ টাকার বিনিময়ে ঘর ছাড়তে রাজি হন ডাক্তার মোহাম্মদ ফৈয়াজ কায়সার। চুক্তি অনুযায়ী দু লক্ষ টাকা দেওয়া হয় ডাক্তার মোহাম্মদ ফৈয়াজ কায়সারকে এমনটাই দাবি করেন বাড়িওয়ালার মেয়ে রশ্মি শেঠ‌‌।

এরপরেও চেম্বার না ছেড়ে শুক্রবার সন্ধ্যায় টিটাগর পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শখানেক লোক নিয়ে ছড়া হয় বাড়িওয়ালার বাড়িতে। সেখানেই মারধর করা হয় তাদের আহত হন চার মহিলা। উভয় পক্ষই অভিযোগ জানিয়েছে টিটাগর থানাতে।

দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে টিটাগর থানার পুলিশ।