অবতক খবর , নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি :      রবিবার সন্ধ্যা নাগাদ শিলিগুড়ি ৩৯ নম্বর ওয়ার্ডের শিবরাম পল্লী এলাকার আমতলা ব্রীজের কাছে এক লটারি বিক্রেতা বড় ছাতা খুলে লটারি বিক্রি করছিলেন। সেই সময় একটি টোটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেই লটারির দোকানের টেবিলে ধাক্কা লাগায় সেই দোকানে লাগানোর বড় ছাতাটি পড়ে যায়। এরপর ওই লটারি বিক্রেতা এবং আশেপাশে তাদের আত্মীয় এবং ২১ জন দোকানদার মিলে টোটো চালক কে বেধড়ক মারধর করে বলে স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা আরো জানান, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টোটো চালকের বাড়ি আশিঘর এলাকার তেলিপাড়া এলাকায়।

এই ঘটনা ঘটার পর শিবরাম পল্লীর আমতলা ব্রীজের কাছে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে ওই এলাকায় লটারি বিক্রেতা এবং তার ভাই এদের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের দুটি পুলিশ ভ্যান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ওই লটারি বিক্রেতারা বেশ কয়েকজন ভাই থাকায় এবং আশেপাশে তাদের আরো দু-একটি দোকান থাকায় এলাকায় তারা বেশ প্রভাবশালী।