অবতক খবর :: উত্তর দিনাজপুর :: ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আজ এক প্রতিবাদ মিছিল বের করে। ইসলামপুর চৌরঙ্গী মোড় থেকে মিছিল বের হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে ইসলামপুর বাসটার্মিনাল মিছিল শেষ হয়। সেখানে একটি স্টেট কর্নার করে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে।
ডিওয়াইএফআই এর উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি গৌতম বর্মন বলেন কেন্দ্রীয় সরকার যেভাবে ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে তার প্রতিবাদেই এই প্রতিবাদ মিছিল। বলেন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো মিলে কেন্দ্র সরকারের প্ররোচনায় এই তেলের মূল্যবৃদ্ধি হচ্ছে যার ফলে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে সাধারন মানুষদের এরই প্রতিবাদে আমরা আজ এই প্রতিবাদ মিছিল করি।