অবতক খবর,৮ আগস্ট,নববারাকপুর : ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে বারাকপুর মহকুমার প্রশাসনিক ভবনে সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় প্রতিটি পুরসভার বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবে জেলা প্রশাসন। জেলা প্রশাসন ডেঙ্গু নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। জেলা প্রশাসনের কর্তারা প্রতিটি পুরসভাকে ডেঙ্গু মোকাবিলায় আরও বেশি করে তৎপর হওয়ার নির্দেশ দেন।
জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।যদিও নিউ বারাকপুরে সংখ্যা টা নগন্য। জেলা প্রশাসন নিউ বারাকপুর পুরসভাকে ক্লিনচিট শংসাপত্র দিয়েছে। মঙ্গলবার সকালে রাজ্য নগর উন্নয়ন সংস্থার(সুডার) দায়িত্ব প্রাপ্ত আধিকারিক এমটোলজিস্ট ডাঃ পারমিতা মুখোপাধ্যায় নিউ বারাকপুর পুরসভার ১১ ও ১২ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি সমীক্ষার কাজ করেন। সাথে ছিলেন দুটি ওয়ার্ডের কাউন্সিলর সুমন কুমার দে, সুদীপ ঘোষ, পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শংকর সিংহ রায়, স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী সহ ভেক্টর কন্ট্রোল টিমের স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মীরা। সুডার আধিকারিক ওয়ার্ডের নাগরিকদের বাড়ির ভিতরে ঢুকে কোথাও জমা জল রয়েছে কিনা খতিয়ে দেখেন এবং পুরসভার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও পরিদর্শন করেন। বাসিন্দাদের সচেতন করেন।
বাড়ি বাড়ি গিয়ে ফুলের ঢব,ড্রেনে নর্দমায় জঞ্জাল স্তূপাকৃতি এলাকায় জমা জলে এডিশ মশার লার্ভা উপদ্রব আছে কিনা টর্চ মেরে সরেজমিনে খতিয়ে দেখেন। পাশাপাশি নির্মীয়মাণ বাড়িতে ও দীর্ঘদিন ধরে পড়ে থাকা লোহার রড সহ পিলারের গর্তে ও জমা জলে মশার বংশবিস্তার করা লার্ভার কোন ও শূককিট আছে কিনা খুঁটিনাটি তদন্ত করেন। সুডার আধিকারিক ডাঃ মুখোপাধ্যায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিউ বারাকপুর পুরসভার ১১ ও ১২ নং ওয়ার্ডের বেশ কিছু বাড়িতে ঢুকে ডেঙ্গির সার্ভে করে। পুরসভা ডেঙ্গি বিজয় অভিযান কে সামনে রেখে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বাসিন্দাদের আরোও বেশি সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি এদিন বিকেলে কৃষ্টি প্রেক্ষাগৃহে পুরসভার ভেক্টর কন্ট্রোল টিমের সুপারভাইজার, বাড়ি বাড়ি স্বেচ্ছাসেবক, ভিসিএম এবং নির্মল বন্ধুদের নিয়ে এক জরুরী সভা করেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, স্যানিটারি ইন্সপেক্টর সহ সকল ওয়ার্ডের কাউন্সিলর গন।ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা অভিযান নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন পুরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ।