অবতক খবর,২০ জুলাই: করোনার বিপর্যয় পরিস্থিতি তো আছেই, তাছাড়া ডেঙ্গু পরিস্থিতি সামাল দেবার জন্য আগেভাগেই কর্মসূচি নিয়ে নেমে পড়েছে কাঁচরাপাড়া পৌরসভা।

আজ পৌরসভার মুক্তাঙ্গন থেকে ৩৯,৫০০ গাপ্পু মাছ বিতরণ করা হয় কাঁচরাপাড়ার ২৪টি ওয়ার্ডে। প্রাক্তন কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডের জন্য এই মাছ ছাড়ার দায়িত্ব তুলে নিয়েছেন। ‌এগুলি রেলের ৭টি পুকুর সহ এই শহরের ১৬৫টি পুকুরে ছাড়া হবে। এছাড়াও ছাড়া হবে হাই ড্রেনে, জানিয়েছেন পৌরসভার পক্ষে দায়িত্বপ্রাপ্ত অশোক মন্ডল।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সুদামা রায়,প্রাক্তন উপ পৌর প্রধান মাখন সিনহা, প্রাক্তন কাউন্সিলর সুভাষ চক্রবর্তী, বাণীব্রত মন্ডল প্রমুখ।