অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- ডোমকল ব্লকের গরিবপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো।

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ আবু তাহের খান মহাশয় নদীয়া জেলার মহিলা নেত্রী টিনা ভৌমিক সাহা , ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম , ডোমকল টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল ,

পৌরসভার পৌর পিতা মাননীয় জাফিকুল ইসলাম এছাড়া জেলা নেতৃত্ব মাসাদুল হক টনি ও আনারুল ইসলাম এছাড়া সকল নেতৃত্ব ।