অবতক খবর, হাওড়া: ডোমজুড় ষষ্টতম বিজ্ঞান মেলা ২০২০ বেগরী গার্লস হাইস্কুলে ২৩ শে জানুয়ারীর পূর্ণ লগ্নে এক বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হলো, চলবে আগামী ২৬ শে জানুয়ারী পর্যন্ত। উদ্বোধন লগ্নে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বনমন্ত্রী রাজীব ব্যানার্জি, ডোমজুড় বিডিও রাজা ভৌমিক ,শিক্ষক শ্যামসুন্দর দত্ত ও আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই চারদিন সকাল থেকে থাকছে স্কুলের বিভিন্ন ক্লাশের ছেলে মেয়েদের দ্বারা বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী, কু্ইজ প্রতিযোগিতা, তথ সহ চলবে বিজ্ঞান,গবেষনা,চিকিৎসা ভিত্তিক আলোচনা ও সচেতনতা সভা।
“আগামী” নামক ডোমজুড়ের পরিবেশ প্রেমী সংগঠন এই বিজ্ঞান মেলা তে সক্রিয় অংশগ্রহণ করছে। ডোমজুড় বিজ্ঞান মেলা সম্পাদক ডঃ মনোতোষ খাঁড়া মহাশয় এক সুন্দর বক্তব্য রাখেন ভারতের প্রখ্যাত বিজ্ঞানী ডঃ শম্ভুনাথ দে মহাশয়ের মানব জীবনে অবদান সম্পর্কে ও তার জীবনের কিছু অজানা লড়াইয়ের ও যন্ত্রনার তথ্য নিয়ে। ডঃ মনোতোষ বাবু সকলকে আমন্ত্রণ করেন এই চারদিন বিজ্ঞান মেলার অনুষ্ঠানে, উল্লেখ্য ডোমজুড় বিজ্ঞান মেলা ও তদসংলগ্ন সকল প্রদর্শনী অনুষ্ঠানে সকল মানুষের অবাধ প্রবেশ।