অবতক খবর,৪ সেপ্টেম্বর,দমদম: মা দুর্গার আগমনের মধ্যেই দুর্গা রূপে নারী বেশে ঢাক নিয়ে ডেঙ্গু বিরোধী অভিযান দক্ষিণ দমদমে। রবিবার সকালে ঢাক বাজিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে পথে নামলেন দমদমের সাংসদ সৌগত রায়।
দক্ষিণ দমদম পুরসভার প্রাইভেট রোড এলাকা ও আশেপাশের অঞ্চলে ঢাক ঢোল সহকারে ডেঙ্গু সচেতনতার পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে প্রচার করা হয়।
এর সাথে সাথেই দুর্গাপুজোকে ইউনেস্কোর সন্মান জানানো নিয়ে পুর এলাকার ৯ ও ১০ ওয়ার্ডের প্রায় ১০টি পুজো কমিটিকে নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল আয়োজন করা হয় যা এই দুটি ওয়ার্ডে বিভিন্ন অংশ পরিক্রমা করে।