অবতক খবর,২৭ জুন,মালদা:- বুলবুলচন্ডী অঞ্চল ভারতীয় জনতা পার্টির ZP-৫ ( A) মন্ডলের পক্ষ থেকে জেলা পরিষদের ৫ নং কেন্দ্রের BJP প্রার্থী তারাশঙ্কর রায় এবং বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির BJP মনোনীত প্রার্থীদের নিয়ে বুলবুলচন্ডী এলাকায় চণ্ডী মাতা মন্দির, হনুমান মন্দির, রাহু কেতু কালীমন্দির ও বুড়ি মা কালীমন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নামলেন মঙ্গলবার সকাল ১১টা নাগাদ দেখা যায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ ৫ নং আসনের BJP প্রার্থী তারাশঙ্কর রায় বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের BJP মনোনীত পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েতের মনোনীত প্রার্থীদের নিয়ে ঢাক ঢোল বাজিয়ে বুলবুলচন্ডী বিভিন্ন মন্দিরের পূজো দিয়ে বাড়ি বাড়ি ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে প্রচার করলেন l
উপস্থিত ছিলেন বিজেপির ZP- ৫ (A) মন্ডলের সভাপতির অর্জুন হালদার, বিজেপির পঞ্চায়েত সমিতির মনোনীত প্রার্থী তথা BJP নেতা অচিন্ত্য সরকার সহ BJP বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা।