অবতক খবর,৩ অক্টোবর,মালদা:- তিনটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকায় রবিবার সকাল থেকে উল্লাসে মাতেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা।
এদিন ঢাক বাজিয়ে উল্লাসে মাতেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
এর পাশাপাশি সবুজ আবির মাখিয়ে পথচলতি মানুষদের মিষ্টিমুখ করান তারা।
তারা বলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন। তার পাশাপাশি আরও দুই বিধানসভা কেন্দ্র জয়ী হবে তৃণমূল প্রার্থীরা।