তখন বসন্ত ছিল
তমাল সাহা

তখন পাড়ায় পাড়ায় বড় বড় দেওয়াল ছিল
দেওয়াল মানে ডিবরি জ্বেলে চুনকামের পোছড়া নিয়ে যুবকেরা দাঁড়িয়েছিল
যুবকেরা মানে ভুষোকালি ব্রাশ হাতে দুঃসাহসীরা ছিল
দুঃসাহসীরা মানে মাওয়ের মুখ আঁকা টেনসিল যাদের কাছে ছিল

টেনসিল মানে তার পাশে চেতনাময় শব্দসজ্জা ছিল
শব্দসজ্জা মানে স্লোগানগুলি লেখা ছিল
স্লোগান মানে লড়াইয়ের কথা বলা ছিল
লড়াই মানে বোমা অস্ত্র মজুত ছিল
মজুত মানে গেরিলা পদ্ধতির কৌশল ছিল
কৌশল মানে গ্রাম দিয়ে শহর ঘেরো— সোচ্চার ছিল
সোচ্চার মানে অগ্নিক্ষরা উত্তাপ ছিল
উত্তাপ মানে বন্দুকের নলই রাজনৈতিক ক্ষমতার উৎস ছিল

ক্ষমতা মানে বিপ্লব জনতার উৎসব জানা ছিল
উৎসব মানে পার্লামেন্ট ধ্বংসের আয়োজন ছিল
আয়োজন মানে পার্লামেন্ট শুয়োরের খোঁয়াড় ছিল
খোঁঁয়াড় মানে দাগি আসামী দাঙ্গাবাজদের আস্তানা ছিল

আস্তানা মানে ধর্মবাজদের আফিমখানা ছিল
তখন মানে যখন অনেক ডানপিটে নকশাল ছিল
নকশাল মানে বসন্তের বজ্রনির্ঘোষ ছিল
নির্ঘোষ মানে তারা জেলখানা ভেঙেছিল,
গুলি খেয়ে শহিদ হয়েছিল
শহিদ মানে মায়ের আর্তনাদে বাতাস পূর্ণ ছিল
সেই বাতাস এখন দিকশূন্য—
নকশাল! নকশাল! শব্দে হেঁকে গেল!