শেষ পর্যন্ত মরেই গেল সেই রক্তাক্ত জখম কৃষাণ সুশীল কাজল ২৯;আগস্ট,২০২১। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই রক্তাক্ত কৃষকের ছবি। ৯ মাস ধরে চলমান কৃষক সংগ্রামের সৈনিক ছিল সে,শহীদ হলো। পুলিশের লাঠিচার্জে গুরুতর জখম হয়েছিল সে।

তর্পণ

এক) হেঁটে যায়

কী সুন্দর নামটি চাষীর, সুশীল কাজল!
শেষ পর্যন্ত মরেই গেল
হাজার হাজার কৃষকের চোখে জল।

প্রতিবাদী মিছিল কতদূর যায়?
গণতান্ত্রিক লাঠি যতদূর হাত বাড়ায়।
রক্তাক্ত জখম চাষী লড়াকু হিম্মৎ
লড়ে যায় আখরি দম তক।

সূর্য অস্ত গেলেও পাটে
চাষীটি এখন
লক্ষ-কোটি কিষানের বুকে
হেঁটে যায়,হাঁটে…

দুই) ইতিহাস

স্বাধীনতার পঁচাত্তর বছর—
উজ্জ্বল হয়ে ওঠে কৃষক সংগ্রাম।
আকাশের গায়ে লেখা হতে থাকে
একের পর এক কৃষকের নাম।

কালি ডুবিয়ে কলম তুমি লিখছো কবিতা।
মাটিতে রেখে পা, বুকে রেখে জীবনের উষ্ণতা
রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে
ওরা খাটছে বারোমাস—
রক্তে ডুব দিয়ে লিখে চলে
নয়া ভারতের ইতিহাস।