অবতক খবর,৯ আগস্ট,মলয় দে নদীয়া :-প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকালে তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া রাজনৈতিক মহলে। তবে মুখ্যমন্ত্রী থাকা কালীন রাজ্যের তাঁত শিল্পের উন্নয়নে তার ভূমিকা ছিল তাৎপর্য পূর্ণ।
মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই বাংলার হস্তচালিত তাঁত শিল্পের জন্য রাজ্যের মধ্যে প্রথম ভেষজ উপায়ে সুতো রং করার কারখানা নিজের হাটে উদ্বোধন করেছিলেন নদীয়ার শান্তিপুরের ফুলিয়ায়। তৎকালীন বামফ্রন্ট সরকার বাংলার তাঁত শ্রমিকদের জন্য এই অভিনব কাজ কে আজও সম্মান জানান সাধারণ মানুষ। তবে কালের নিয়মে তার নামটিও আজ মুছে যাচ্ছে উদ্বোধনী ফলক থেকে।
তবে তার নিজের উদ্যোগে এই রং কারখানার উদ্বোধনে তৎকালীন তাঁত শ্রমিকরা অনেকটাই আত্মনির্ভর হতে পেরেছিলেন। যদিও তিনি মুখ্যমন্ত্রী থাকা কালীন রাজ্যের তাঁত শিল্প কে অন্তর্জাতিক স্তরে পৌঁছতে একাধিক উদ্যোগও নিয়েছিলেন। তবে আজ কোনোরকমে চলছে নদীয়ার এই ভেষজ উপায়ে তাঁতের সুত এবং কাপড় রং তৈরির কারখানা। এলাকাবাসিরা জানাচ্ছেন শুধু মুখ্যমন্ত্রী নন তার এই কর্মকান্ডের জন্য তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত এই কারখানা পরিদর্শন করেছিলেন। তবে আজ ভগ্নপ্রায় সেই কারখানা। পরবর্তীতে এই কারখানার পরিকাঠামো গত উন্নয়ন রাজ্যের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করলেও এখনও অন্ধকারেই রং কারখানা।
আক্ষেপের সুরে সাধারণ মানুষরা জানাচ্ছেন আজ তিনি নেই তার কাজও আজ অন্ধকারে। তবে তৎকালীন সরকার সমবায় এবং তাঁতের উন্নতির জন্য যা করেছেন আজ সবই স্মৃতি।