অবতক খবর, কলকাতাঃ দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনের চ্ছেদ পড়েছে মঙ্গলবার ভোর সকালে । এরপর থেকেই টলিউড থেকে বলিউড প্রয়াত তাপস পালের শোকে বিহ্বল চলচ্চিত্র জগত । বুধবার রবীন্দ্র সদনে প্রয়াত অভিনেতা তথা প্রাক্তণ সাংসদ তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
রবীন্দ্র সদনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হল তাপস পালকে । মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই বিরোধী বিজেপি সহ অন্যনা দল আসরে নেমে পড়ে । মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দার ঝড় উঠেছে । কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, তাপস পালের মৃতদেহকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজনৈতিক হিংসার কারোনে তাপস পালকে গ্রেফতার করে , বিনা বিচারে এক বছর এক মাস জেলে রাখা হয়েছিল । সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য জানিয়েছেন, গত লোকসভা ভোটে তাপস পালকে টিকিট দেওয়া হয়নি । এরপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আর তাপস পালের খোঁজ খবর রাখতেন না । অন্যদিকে অধীর চৌধুরী বহরমপুরের সাংসদ জানিয়েছেন, লোকসভা ভোটে টিকিট না পেয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তাপস পাল। দল তার সঙ্গে কোন যোগাযোগ রাখেনি । ব্যক্তিগত স্তরেও তাপস পাল এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ।
বিতর্কের এই আবহে চির নিদ্রায় শায়িত বাঙালি সুপারস্টার তাপস পাল ।