অবতক খবর,২৬ আগস্টঃ গ্রামীণ দারিদ্র দুরিকরনের পরিকল্পনা জন্য (ভি, পি, আর, পি,) তিন দিনের প্রশিক্ষণ শিবির শুরু ।
পরিকল্পনার জন্য মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক করনে সদ্ভবমন্ডপ মিটিং হলে মন্তেশ্বরের ১৩টি মহিলারা উন্নয়ণ সংঘে সমবায় বোর্ড সদস্য সি, এস পি , বি এল টি , প্রাণী মিত্রাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। তিনদিনের এই প্রশিক্ষণ শিবিরে বামুনপাড়া, মন্তেশ্বর , কুসুমগ্রাম পঞ্চায়েতের ৪৬জন প্রতিনিধিদের প্রশিক্ষণ শুরু হয়। বিভিন্ন গ্রামে আনন্দধার প্রকল্পের অধীনে থাকা মহিলাদের কাছ থেকে তাদের এবং তাদের পরিবারের জীবিকা উন্নয়নের জন্য সংসদ ভিত্তিক তথ্য তোলা হবে।এই তথ্য তারা গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা বিভাগের জমা দেবে। এবং এর ভিত্তিতে পরবর্তীকালে গ্রাম পঞ্চায়েত স্তরে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হবে।
বর্ধমান জেলার আনন্দধারার প্রশিক্ষকের আধিকারিকের প্রতিনিধিরা এসে প্রশিক্ষণ দেন । এই প্রশিক্ষণ শিবিরে এক প্রশিক্ষক এক প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা আমাদের কি জানালেন দেখুন।