অবতক খবর, সংবাদদাতা, জলপাইগুড়ি, সৌভিক দত্ত :: কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে অবৈধ নির্মান ভাঙল জেলা প্রশাসন। গতকালই জলপাইগুড়ির তিস্তা নদীর বেডে অবৈধ নির্মান ভাঙার নির্দেশ দিয়েছিল। আজ সকাল থেকেই জেলা প্রশাসনের কর্তারা তিস্তার বেডে অবৈধ নির্মান ভেঙে দিল। আজ সকালে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক সুদীপ পাল ও DSP হেডকোয়ার্টার সমির কুমার পালের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গিয়ে আর্থ মুভার দিয়ে সমস্ত অবৈধ নির্মান , বসতি সব ভেঙে দেয়।

এদিন সেচ দপ্তর সহ স্বাস্থ্য দপ্তর ও SJDA এর আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিস্তার চরে অবৈধভাবে রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া সহ বসতি সব ভেঙে দেওয়া হয়।সার্কিট বেঞ্চের বিচারপতির নির্দেশ দিয়েছিল অবৈধ নির্মান ভেঙে আজ দুপুর দুটোর মধ্যেই সার্কিট বেঞ্চে জেলাশাসক রিপোর্ট দিতে হবে।তাই সকাল থেকেই হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মান ভাঙে জেলা প্রশাসন।