অবতক খবর,২২ জানুয়ারি: দেহ উদ্ধারে পুলিশ ও বিপর্যয় মোকাবেলার কর্মীরা। জলপাইগুড়ির গজলডোবা সংলগ্ন সরস্বতীপুর চা বাগানে মারাপুর লাইনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। শোকের ছায়া নেমে এসেছে নাবালকের পরিবারে।

তিস্তার জলে তলিয়ে যাওয়া ওই নাবালকের বাড়ি রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায় তার বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার টিউশনের নাম করে ওই নাবালক সহ তার আরও দুই সহপাঠী বাড়ি থেকে বেরিয়েছিল।

তবে টিউশনের বদলে তিনজনই মিলে দুপুরে সরস্বতী চা বাগানে তিস্তায় স্নান করতে গিয়েছে। আর সেখানেই ঘটে দুর্ঘটনা। তিস্তার জলে তলিয়ে যান ওই নাবালক। এরপর প্রায় সন্ধ্যা নাগাদ তিস্তায় তলিয়ে যাওয়ার খবর পান নাবালকের পরিবার। ততক্ষণে বৈকন্ঠ‍্যপুর জঙ্গল লাগোয়া তিস্তায় উদ্ধার কার্য করা সম্ভব নয়। সোমবার সকাল হতেই নাবালকের খোজে নামে পুলিশ ও বিপর্যয় মোকাবেলা কর্মীরা। যদিও এখন পর্যন্ত নাবালকের দেহ মিলেনি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নাবালকের পরিবারে।