নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৭শে ডিসেম্বর :: উত্তর দিনাজপুর :: একদিকে কুয়াশা, অন্যদিকে তীব্র শৈত্যপ্রবাহ।আর এর জেরেই স্কুল মুখী হতে পারছেনা পড়ুয়ারা। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় একাধিক পড়ুয়াদের নেই কোন শীতবস্ত্র।

শীতে জবুথবু হয়ে বসে থাকতে হচ্ছে ওদের। পাশাপাশি কেউ কেউ কোনরকম ভাবে পোশাক পরে বিদ্যালয়ে এলেও বেশির ভাগ শিশুদেরই গরম পোশাক নেই। বিদ্যালয় কর্তৃপক্ষই একটু উষ্ণতার জন্য আগুন তাপাবার ব্যবস্থা করছেন।

এমনই ছবি দেখা যাচ্ছে গ্রামীণ এলাকার বিভিন্ন বিদ্যালয়গুলিতে। অধিকাংশ বিদ্যালয়গুলোতেই এই শীতের জন্য পড়ুয়াদের বিদ্যালয়ে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন অভিভাবকরা।

তাদের জন্য শীতের পোশাক বরাদ্দ করা হোক সরকারিভাবে।এমনই দাবি উঠেছে তাঁদের তরফে। তবেই শীতের সময় স্বাভাবিকভাবে পড়ুয়ারা বিদ্যালয় আসতে পারবে বলে মনে করছেন তারা।

এই শৈত্য প্রবাহে দারিদ্র সীমার নিচে থাকা মানুষেরা তাদের শিশুদের নিয়ে সমস্যায় পড়েছেন। সাধারণ পোশাক থাকলেও অনেকেরই শীতের পোশাক কেনার ক্ষমতা নেই। আর তাই এই শীতে জবুথবু হয়ে থাকতে হচ্ছে। শীতের সঙ্গে এভাবে লড়াই করতে পারছে না তারা।