অবতক খবর,২১ অক্টোবর: অন্যের কথা বিকৃত করে বলাটা তৃণমূলের কালচার বলে অভিযোগ করেন। গতকাল উওর ২৪ পরগনা জেলার নৈহাটী বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্ৰেস প্রার্থী সনৎ দের পাল্টা জবাব দিলেন বিজেপি প্রার্থী রূপক মিত্র।

রবিবার বড়োমার মন্দিরে পুজো দিয়ে বিজেপি প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, অভয়া কান্ডে নৈহাটীর মানুষ প্রতিবাদের ঝড় তুলে বুঝিয়ে দিয়েছিল তাদের শিরদাঁড়াটা সোজা। এই নির্বাচনে সেটা তারা প্রমাণ করে দেবেন।

আর বলেছিলেন, স্কুলের প্রাক্তনীদের মিছিলে মেয়েদেরকে মারা হয়েছিল। এই দুটো বিষয়ে তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন, বিজেপি প্রার্থী নৈহাটীর মানুষকে অপমান করেছেন। উনি যে এলাকায় থাকেন সেখানে উনি এবং ওনার দলের কর্মীদের জন্য মেয়েরা রাস্তায় বেরোতে পারেনা।

এর পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী রূপক মিত্র বলেন, সেই সময় শাসকদলের প্রার্থী কি পাশে ছিলেন। আসলে মিথ্যা বলা এবং কথাকে বিকৃত করা তৃণমূল দলের কালচার। প্রশাসন ওনাদের হাতে ব্যবস্থা নিচ্ছেন না কেন? তৃণমূল প্রার্থীকে অনুরোধ সত্যি কথা বলে নির্বাচনে লড়ুন। তিনি আরো বলেন তৃণমূল ভয় পেয়েছে তাই কথা বিকৃত করছে।