নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : মালদহ : বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট না করানোর অভিযোগ তুলে এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর এলাকায়। যদিও পরে ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আক্রান্ত তৃণমূল কর্মী রাজা রায়ের অভিযোগ, বিধানসভা নির্বাচনে তাদেরকে বিজেপির হয়ে খাটতে বলা হয়। তাদের কথামত চলতে বলা হয়। কিন্তু সেই কথা শুনেন নি তারা। ভোটের গণনা এবং রেজাল্ট বের হতেই এরপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। ভাঙচুর করা হয় তার দোকান। পুলিশের সামনেই তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই তৃণমূল কর্মীর। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব।
এদিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।