অবতক খবর,বালুরঘাট,২৮ আগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।
ডিম-ভাত খাওয়া কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা বাধে। এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
যারা খেতে বসে ছিল তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের পৌরসভা সংলগ্ন এলাকায়। সংঘর্ষে জখম হয়েছেন একাধিকজন। মাথা ফেটেছে বালুরঘাট কলেজের তৃণমূল ছাত্র ইউনিটের সদস্য তথা দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়ার।
বর্তমানে তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী। জেলা নেতৃত্বের উপস্থিতিতে এই সংঘর্ষ হয় বলে সূত্রের খবর।
যদিও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের কথা অস্বীকার করেছে আয়োজক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
তাদের অভিযোগ যারা গন্ডগোল বাঁধিয়েছে বা করেছে তারা তৃণমূলের কেউ নয়। অন্য রাজনৈতিক দলের সদস্য তারা।