অবতক খবর,২৫ এপ্রিল: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়। তার ছেলে সানু রায়। বৃহস্পতিবার দুপুরে জগৎদলের মজদুর ভবনে এসে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন সত্যেন রায়। এ সময় তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি। এদিন তৃণমূল কাউন্সিলের সাথে আরো বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন।
বিজেপিতে যোগদান করেই তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ, অভিমান উগড়ে দেন সত্যেন রায়। তৃণমূলে থাকাকালীন সময়ে কোন সম্মান মর্যাদা পেতাম না। রীতিমতো খুনের হুমকি দেওয়া হতো। এদিন বিজেপির পতাকা হাতে নিয়ে তিনি বলেন, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ভোটে হারবেই। ভারতীয় জনতা পাটি উন্নয়নের ধারা বহন করবে।
অন্যদিকে অর্জুন সিং জানালেন, ‘তৃণমূল তোলাবাজ, ড্রেন চোরদের দল। এই দলে কোন ভালো লোক থাকতে পারে না। আমি সত্যেনকে বলেছিলাম যে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসতে। বিজেপি তার সাথে তার পরিবারের পাশে থাকবে। লোকসভা নির্বাচনের আগে আমাদের দলের হাত শক্ত করবে।’