অবতক খবর , সংবাদদাতা , বর্ধমান :-   নিত্যানন্দ চট্টোপাধ্যায় পূর্ববর্ধমানের গুসকরা শহরের পরিচিত নেতা।প্রাক্তন শহর সভাপতি।প্রাক্তন কাউন্সিলর। প্রভাব আছে।কাল শুভেন্দুর সাথে সাক্ষাৎকারী। দলের বর্তমান পরিচালনায় খুশি নন।পি কে ও অনুব্রত মন্ডলের বিরুদ্ধে একাধিক বক্তব্য।গুসকরায় দলে গোষ্ঠী বিন্যাসে তিনি বর্তমানে বিক্ষুব্ধ।

এর আগেও একাধিক গোলমালে জড়িয়েছেন।চারবারের কাউন্সিলর। শহরের একটা অংশে তার ভাল প্রভাব।তাই প্রভাব পড়তে পারে দলে । কোনো বিশেষ অংশের না হলেও পুরনো নেতা।তিনি জানান ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দেবেন।

পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাপরিষদের সদস্য নুরুল হাসান , গতকাল সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন।তিনি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন, দলের জন্ম থেকে টানা ১৪ বছর।তার ক্ষোভ জেলা সভাপতি স্বপন দেবনাথের বিরুদ্ধে।