অবতক খবর,৬ সেপ্টেম্বর: ব্যারাকপুর মহাকুমা অঞ্চল এখন দুর্বৃত্তের এলাকা হয়ে গেছে, এটাই প্রমাণ পাওয়া যাচ্ছে। এখানে রাজনৈতিকভাবে যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে,তা এই জেলায় একটি ব্যতিক্রমী ঘটনা। ব্যারাকপুর মহকুমায় ৪ অক্টোবর বিজেপি নেতা মণীষ শুক্লা আততায়ীর গুলিতে নৃশংসভাবে খুন হয়েছেন। সূত্রের খবর, তাঁর দেহ থেকে ৫টি গুলি পাওয়া গেছে এবং আততায়ী অন্ততপক্ষে ১৫-১৬ রাউন্ড গুলি চালিয়েছে বলে ঘটনার পরাক্রম অনুযায়ী এটাই জানা যাচ্ছে। অর্থাৎ এই অঞ্চলের আইনশৃঙ্খলার পরিস্থিতি প্রতিকূলতার মুখে।

ফলত, নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক ও উত্তর ২৪ পরগণা তৃণমূল দলের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারীর নিরাপত্তা অনেক গুণ বাড়িয়ে দেওয়া হল। অর্থাৎ সরকার মনে করছেন রাজনৈতিকভাবে এই নেতাদের নিরাপত্তা দেওয়া প্রয়োজন। তাদের দুজনেরই নিরাপত্তারক্ষী ছিল প্রায় ৮-১০ জন।

এখন আরো দুজন করে তাদের নিরাপত্তার জন্য নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। এই অঞ্চলের যে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে এবং তা যেন আরও বিপর্যয় করা অবস্থার দিকে না যায় সেইজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।