অবতক খবর :: ইসলামপুর :: ১১ জুন :: “বিপদের দিনে মানুষের পাশে যিনি নেই তার কোনো নৈতিক অধিকার নেই যারা কাজ করছে তাদের সম্পর্কে বলার” বৃহস্পতিবার ইসলামপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এভাবেই পাল্টা তোপ দাগলেন বিজেপি নেতৃত্ব। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন ,”বেশ কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে ব্লক বা জেলার সভাপতিরা সাংবাদিক সভা ডেকে ভুল তথ্য পরিবেশন করছেন। অমিত শাহ এবং নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। তারা মানুষের জন্য কাজ না করে মানুষকে ভুল বোঝাচ্ছেন।”
সম্প্রতি ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সাংবাদিক বৈঠকের রেশ টেনে সুরজিৎ বাবু বলেন, “এই সংকটের মুখে তাঁকে দেখা যায়নি এলাকায়। কত মানুষ রেশন পাচ্ছেন না। রেশনে বরাদ্দ করা চাল জনপ্রতিনিধিদের বাড়িতে চলে যাচ্ছে। এসব না দেখে তারা বিজেপিকে জ্ঞান দিচ্ছেন।” যাদের ডিজিটাল কার্ড নেই তারা রেশন পাচ্ছে না কেন, সকলের জন্য বরাদ্দ চাল কোথায় গেল, এসব নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির জেলা সহ-সভাপতি। অন্যদিকে রাজ্য রাজনীতি নিয়ে তিনি এদিন শাসকদলকে এক হাত নেন। এখানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন,” বিজেপি যাতে ত্রান বন্টন করতে না পারেন পুলিশ তাদেরকে বাধা দিয়ে সে কাজটাই করছে। ইসলামপুরে ত্রান কিংবা কমিউনিটি কিচেনের ক্ষেত্রে বারবার পুলিশের মাধ্যমে বাধা প্রাপ্ত হয়েছেন তারা।” যদিও তৃণমূল নেতৃত্ব এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।