অবতক খবর , নদীয়া : আজ কলকাতার তৃণমূল ভবনে নদিয়া জেলার বিজেপি ট্রেড ইউনিয়ন জেলা সভাপতি সহ প্রায় ১২০০ বিজেপি কর্মী যোগদান করলো তৃণমূলে এমনটাই দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে। বিগত এক মাসের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল আজ। এর আগেও এই একই মঞ্চে একাধিক যোগদান হলেও বিজেপি নদীয়াজেলা ট্রেড ইউনিয়ন সভাপতি যোগদানের সিদ্ধান্তে অন্যান্য বিজেপি কর্মীদের মধ্যে হিড়িক লাগে তৃণমূল পতাকা তলে হাজির হওয়ার জন্য।
মঞ্চে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ তথা নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্র , ট্রেড ইউনিয়ন নেত্রী তথা সাংসদ দোলা সেন , তৃণমূল রাজ্য কমিটির কোর কমিটির সদস্য তথা সাংসদ ডঃ ওমপ্রকাশ মিশ্র, এমএমডিসির রাজ্য সভাপতি রাজু ঘোষ সহ বিভিন্ন জেলা নেতৃত্ব।
এ বিষয়ে বিজেপি দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অশোক চক্রবর্তী জানান “শ্রমিক সংগঠনের সভাপতি তো দূরে থাক! এই নামে কোন মহিলা নেত্রীর নেই আমাদের , ” সাংসদ জগন্নাথ সরকার চিনতে পারলেও খানিকটা সুর নরম করে বলেন বলেন ” স্বঘোষিত নেত্রী বলে দাবি করেন তিনি। ভারতীয় মজদুর সংঘ হলো বিজেপির শ্রমিক সংগঠন, কিন্তু উনি যে সংগঠন করেন তার কোনো অনুমোদন নেই দলের!”
অন্যদিকে বৈশালী দত্ত একটি প্রমাণপত্র দাখিল করে আমাদের কাছে দাবি করেন বিজেপির ট্রেড ইউনিয়নের নদীয়া জেলার সভাপতি এবং রাজ্য বিজেপির সদস্যা। যদিও কাগজের সত্যাসত্য যাচাই করিনি আমরা। তবে যতদূর জানা গেছে, উনি বিজেপি রাজ্য মন্ডলীর সদস্যা ছিলেন, তবে সদ্যঘোষিত হওয়া কমিটিকে বর্তমানে নেই। মাঝে মাঝে আপনারা শুনে থাকেন সংবাদমাধ্যমে ভুল তথ্য পরিবেশনের কথা তার বেশিরভাগই কিন্তু এ ধরনের রাজনৈতিক তথ্যের ভিত্তিতে দ্বিধাগ্রস্ত হয় সংবাদ মাধ্যম।